সারাদেশে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১২০টি শাখার মধ্যে থেকে দুই ক্যাটাগরিতে কর্মমূল্যায়নের ভিত্তিতে ৩০টি শাখাকে বিশেষ সম্মাননার জন্য মনোনীত করেছে নিসচা কেন্দ্রীয় কমিটি।
গত কয়েক বছরের ধারাবাহিক কর্মপ্রবাহ, শৃঙ্খলাবদ্ধ সংগঠন পরিচালনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে এ বছর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের অনুপস্থিতিতেও দায়িত্বশীলভাবে কার্যক্রমে কোনো ভাটা না দিয়ে উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন ব্যতিক্রমী ও ফলপ্রসূ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য এই ৩০টি শাখাগুলোকে বিশেষভাবে বিবেচনা করে নিসচা কেন্দ্রীয় কমিটি বিশেষ সম্মাননার জন্য মনোনীত করেছে।
নিসচা কেন্দ্রীয় নেতৃত্বের মতে, এই স্বীকৃতি শুধু শাখাগুলোর প্রতি কৃতজ্ঞতা নয়, বরং ভবিষ্যতে দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করার প্রেরণাও হিসেবে কাজ করবে।
আজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ এর কর্মসূচির সমাপনী ও আলোচনা সভায় প্রধান অতিথি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, আনুষ্ঠানিকভাবে এই ৩০টি শাখার নাম ঘোষণা করেন।
বিশেষ সম্মাননা প্রাপ্ত শাখাগুলো হচ্ছে এ ক্যাটাগরিতে ১) ধামরাই উপজেলা শাখা, ২) বড়লেখা উপজেলা শাখা,৩) ডুমুরিয়া উপজেলা শাখা, ৪) রাজশাহী জেলা শাখা, ৫) ভৈরব উপজেলা শাখা, ৬) সাভার উপজেলা শাখা, ৭) ফেনী জেলা শাখা, ৮) দাগনভ‚ঞা উপজেলা শাখা, ৯) চট্টগ্রাম মহানগর শাখা, ১০) বগুড়া জেলা শাখা, ১১) কাহালু উপজেলা শাখা, ১২) জয়পুরহাট জেলা শাখা, ১৩) খুলনা মহানগর শাখা, ১৪) খুলনা জেলা শাখা, ১৫) কুষ্টিয়া জেলা শাখা, ১৬) বরিশাল জেলা শাখা, ১৭) টংগিবাড়ী উপজেলা শাখা, ১৮) দাউদকান্দি উপজেলা শাখা ১৯) কিশোরগঞ্জ জেলা শাখা ও ২০ পত্নীতলা উপজেলা শাখা এবং বি ক্যাটাগরিতে ১) কুমিল্লা জেলা শাখা, ২) রামগঞ্জ উপজেলা শাখা, ৩) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, ৪) ময়মনসিংহ জেলা শাখা, ৫) শ্রীমঙ্গল উপজেলা শাখা, ৬) নান্দাইল উপজেলা শাখা, ৭) নারায়ণগঞ্জ জেলা শাখা, ৮) ঠাকুরগাঁও জেলা শাখা, ৯) চুয়াডাঙ্গা জেলা শাখা ও ১০) রংপুর জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা প্রতিষ্ঠাতা সদস্য জনাব লিটন এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আইয়ুব ভূঁইয়া, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ও জনাব এম খালিদ মাহমুদ, প্রোগ্রাম ম্যানেজার, রোড সেইফটি, ব্রাক। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব এডভোকেট তৌফিক আহসান টিটু।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচা সদস্য জনাব মান্নান ফিরোজ। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা’র মহাসচিব জনাব এস এম আজাদ হোসেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান যথাক্রমে সাদেক হোসেন বাবুল, এডভোকেট বিল্লাল হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ গনি মিয়া বাবুল, একে আজাদ, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ কাইয়ুম খান ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মফিজুর রহমান খান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, আইন বিষয়ক সম্পাদক এড. দীপক কুমার সরকার, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে নাসিম রুমি, আসাদুর রহমান, আব্দুর রাজ্জাক, নুরুল হুদা, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ কামরুজ্জামান প্রমুখ।
