English

27.5 C
Dhaka
বুধবার, অক্টোবর ১, ২০২৫
- Advertisement -

সড়কে শৃঙ্খলা ফেরাতে সকল মতপক্ষের রাজনীতিবিদদের সদিচ্ছা জরুরী

- Advertisements -

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ব্যাপক পরিকল্পনা হাতে নেয়। প্রতিবছরের ন্যায় এ বছরও দেশব্যাপী অক্টোবর মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে নিসচা।

এই লক্ষ্যে আজ ১ অক্টোবর নিসচার পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচা সদস্য মান্নান ফিরোজ। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন কমিটির সদস্য সচিব এডভোকেট তৌফিক আহসান টিটু। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব এস এম আজাদ হোসেন।

সংবাদ সম্মেলনের শুরুতে কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। বক্তব্যে তিনি নিসচার বর্তমান অবস্থান, জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি ও নিসচা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যগত অবস্থান তুলে ধরেন। তিনি জানান দীর্ঘ সময় ইলিয়াস কাঞ্চনের লন্ডনে চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরে বাবার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থণা করেন। সেই সঙ্গে আজ ০১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে গৃহীত কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে আপনাদের ও দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।

এরপর সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, সড়কে মানুষের জীবন বাঁচানোর দাবী শুধুমাত্র আমাদের নয়, এটি সর্বোচ্চমহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অনুধাবন করেন। আমরা বিশ^াস করি সম্মিলিত উদ্যোগ এবং ঐকান্তিক প্রচেষ্টা দেশের সড়ক দুঘটনা হ্রাস করার মাধ্যমে দুর্ঘটনাজনিত অর্থনৈতিক ক্ষতি (জিডিপির প্রায় ২ শতাংশ) কমানোর পথ সুগম করবে যার মাধ্যমে এসডিজির ৩.৬ এবং ১১.২ লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ অনেক দুর এগিয়ে যাবে। তবে আমরা নিরাপদ সড়ক আন্দোলনের দীর্ঘ জার্নিতে উপলব্ধি করেছি এসডিজির ৩.৬ এবং ১১.২ এর লক্ষ্যমাত্রা অর্জন করতে সড়কে শৃঙ্খলা ফেরানো ও দেশের অর্থনৈতিক এই সমৃদ্ধি অর্জনে সকল মতপক্ষের রাজনীতিবিদদের সদিচ্ছা জরুরী। এজন্য সরকারকে সকল রাজনৈতিক দলকে আস্থায় আনতে হবে এবং আমাদের জোর দাবী রাজনৈতিক দলগুলোও যেন তাঁদের আগামী নির্বাচনী ইশতিহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে অন্তর্ভূক্ত করে জাতির সামনে তুলে ধরে।

তিনি বক্তব্যে আরও বলেন, আমরা মনে করি সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ব্যাপকতা বহুমাত্রিক হওয়ায় সরকারের একার পক্ষে তা নিরসন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা এবং কার্যকর উদ্যোগ। সড়ক দুর্ঘটনা রোধে সরকার ইতিমধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করেছে। কিন্তু এই আইনে কিছু কার্যকর দিক থাকলেও এর সীমাবদ্ধতা রয়েছে প্রচুর। আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি, সড়ক দুর্ঘটনার আচরণগত পাঁচটি মূল ঝুঁকি যেমন অতিরিক্ত গতি, স্টান্ডার্ড হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে সার্বিকভাবে সেইফ সিষ্টেম এপ্রোচ-এর আলোকে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়িত হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে। এইজন্য প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইনের। আশার কথা সরকার এই বিষয়টি অনুধাবন করেছেন। একটি কমিটি গঠন করেছেন সড়ক নিরাপত্তা আইনের খসড়া তৈরিতে, যা ইতোমধ্যে প্রণীত হয়েছে। আমরা আশা করি অচিরেই একটা কার্যকর আইন প্রনয়ণ হবে এবং দ্রæত বাস্তবায়ন হবে।

নিসচা মনে করে উন্নত দেশগুলো নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সেইফ সিস্টেম এপ্রোচ তথা বহুমুখি পরিবহন ব্যবস্থা, নিরাপদ সড়ক, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনার আলোকে নিজেদের আইনী ও নীতি কাঠামো প্রণয়ন করে যথাযথ বাস্তবায়নে সুফল পেয়েছে। সেইফ সিস্টেম এপ্রোচের উদ্দেশ্য হলো মানুষ বা সড়ক ব্যবহারকারী ভুল করলেও সড়ক ব্যবস্থাপনা এমন হবে যার ফলে মানুষকে তার ভুলের সর্বোচ্চ মাসুল অর্থাৎ মৃত্যু বা পঙ্গুত্বের শিকার যেন হতে না হয়। এক্ষেত্রে আমরা জোর দাবী জানাচ্ছি, বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রোড সেইফটি প্রকল্পে যে বরাদ্দ রয়েছে তা পুরোপুরি সেইফ সিস্টেম এপ্রোচের কাজে ব্যবহার করা। যেন সেইফ সিস্টেম এপ্রোচের আলোকে সড়কে মানুষের জীবনের মৃত্যু ঝুঁকি কমে। পাশাপাশি সড়কে মৃত্যু কমাতে নতুন আইনী কাঠামো প্রণয়নও এখন সময়ের দাবি। কারণ বাংলাদেশের সড়ক পথচারী তথা সড়ক ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রায় প্রতিদিনই পথচারী তথা সড়ক ব্যবহারকারী শিকার হচ্ছেন দুর্ঘটনার। কিন্তু বর্তমান আইন বা নীতিকাঠামোতে নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়টি উদ্বেগজনকভাবে অনুপস্থিত। তাই আপনাদের মাধ্যমে একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন আইন প্রণয়ণের যে কাজ চলছে তা দ্রæত এগিয়ে নিতে দাবি জানাচ্ছি। আমরা মনে করি এই আইন প্রণীত হলে এবং যথাযথভাবে প্রয়োগ করা হলে যার মূল কেন্দ্রে থাকবে মানুষের জীবনের নিরাপত্তা। এরপর তিনি নিসচা প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন বলেন, এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে ১২০০টি কর্মসূচী হাতে নেয়া হয়েছে। নিসচা কর্তৃক সারাদেশে গৃহীত উল্লেখযোগ্য কর্মসূচিসমূহ হচ্ছে- পিটিআইতে প্রশিক্ষণরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান, বিদ্যমান চালকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান, স্কুলের শিক্ষার্থীদের বিশেষ করে প্রাইমারী লেভেলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, ট্রাফিক আইন জানতে ও মানতে রোড ক্যাম্পেইন পরিচালনা, সংবাদ সম্মেলন, র‌্যালি, পোস্টার প্রকাশ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক ও অরক্ষিত লেবেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইন স্থাপন এবং অনেকে রেললাইনের এপাশে ওপাশে চলাচল করতে গিয়ে অলিখিতভাবে তৈরি হওয়া লেবেল ক্রসিং চিহ্নিত করে রেল কর্তৃপক্ষের নজরে আনা, বিপজ্জনক বাঁকে সচেতনতামূলক রোড সাইন স্থাপন, মটরসাইকেল চালকদের মাঝে স্টান্ডার্ড হেলমেট বিতরণ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বয়সভিত্তিক সড়ক নিরাপত্তামূলক রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পরিবহন মালিক-শ্রমিকদের করণীয় সম্পর্কে মত বিনিময়, বাস ও ট্রাক টার্মিনালে গিয়ে সচেতনতামূলক কর্মকাÐ পরিচালনা, সড়ক নিরাপত্তা সংক্রান্ত নির্মিত তথ্যচিত্রের ভিডিও প্রদর্শন ও এর আলোকে করণীয় সম্পর্কে আলোচনা, প্রশাসনের সাথে মত বিনিময়সহ সরকারিভাবে ২২ অক্টোবরকে ঘিরে যেসব কর্মসূচি পালিত হবে পালিত সে সকল কর্মসূচিতে অংশগ্রহণ।

এছাড়া ‘নিরাপদ’ নামে একটি স্মরণীকাও প্রকাশ করা হবে। শাখা সংগঠনের অনেকেই দিবসটি উপলক্ষে স্মরণীকা এবং ক্রোড়পত্র প্রকাশ করবে এবং বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে নিসচার উদ্যোগে নিবন্ধ প্রকাশিত হবে এবং ইলেকট্রনিক মিডিয়া আয়োজিত টক শোতে অংশগ্রহণ করা হবে। এছাড়া যে মহিয়সী নারী জাহানারা কাঞ্চনের মৃত্যুর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস স্বীকৃতি এসেছে তাঁর স্মরণে নানা কর্মসূচি পালিত হবে এবং সড়ক দুর্ঘটনায় নিহত সকল ব্যক্তি ও জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। যদি প্রতিকূল কোন অবস্থার সৃষ্টি না হয় ইনশাআল্লাহ নিসচা যোদ্ধারা উল্লেখিত সকল কর্মসূচী বাস্তবায়নে সচল থাকবে।

পরিশেষে তুলে ধরা হয় বাংলাদেশে বহু দিবস পালিত হয় কিন্তু ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সেরকম দিবস নয়। এটির মাধ্যমে আমরা শুধু একদিনে দিবসটি উদযাপন করবো না বরং সারা বছর আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চালক, মালিক, পথচারি, যাত্রী, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, শ্রমজীবী, পেশাজীবীসহ সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ড অব্যাহত রাখবো এবং দেশবাসিকে সচেতন করার মাধ্যমে দেশকে সড়ক দুর্ঘটনার মহামারী থেকে উদ্ধার করবো ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান যথাক্রমে বেলায়েত হোসেন খান নান্টু, সাদেক হোসেন বাবুল, এডভোকেট বিল্লাল হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ গনি মিয়া বাবুল, একে আজাদ, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক যথাক্রমে জহিরুল ইসলাম মিশু, মোঃ কাইয়ুম খান ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মফিজুর রহমান খান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. মাহবুব তালুকদার, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ রোকুজ্জামান রোকন, আইন বিষয়ক সম্পাদক এড. দীপক কুমার সরকার, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মহসিন হোসেন খান, যুব বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে নাসিম রুমি, আসাদুর রহমান, ফিরোজ আলম মিলন, আব্দুর রাজ্জাক, নুরুল হুদা, মোঃ আফজাল হোসেন, মোঃ জাহিদুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আরিফুল হাসান, মোঃ কামরুজ্জামান, লায়ন সাব্বির হাজরা শ্যামল, মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সদস্য নজরুল ইসলাম ফয়সাল, হূমায়ুন কবীর হিমু, মোঃ মন্টু প্রমুখ।

অক্টোবর মাসব্যাপী নিসচার কেন্দ্রীয় কর্মসূচি

০১/১০/২০২৫-সকাল ১১.০০ ঘটিকায় সংবাদ সম্মেলন- জাতীয় প্রেসক্লাব/ডিআরইউ
২/১০/২০২৫-রোড ক্যাম্পেইন-কাকরাইল মোড়
৫/১০/২০২৫-রোড ক্যাম্পেইন -কাকরাইল মোড়
৭/১০/২০২৫-রোড ক্যাম্পেইন -মৎস্যভবন
৮/১০/২০২৫-রোড ক্যাম্পেইন -মৎস্যভবন
১২/১০/২০২৫-সচেতনামূলক ক্যাম্পেইন -মহাখালী বাস টার্মিনাল
১৪/১০/২০২৫-সচেতনামূলক ক্যাম্পেইন -গাবতলী বাস টার্মিনাল
১৬/১০/২০২৫-রোড ক্যাম্পেইন -কাকরাইল মোড়
১৯-২১/১০/২০২৫-আলোচনা সভা যেকোন একদিন
২২/১০/২০২৫-সরকারি র‌্যালীতে অংশগ্রহণ এবং দুপুরের পর নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে র‌্যালীর আয়োজন। ঐ দিন বিকালে মরহুমা জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত ও বাদ মাগরিব (নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে) দোয়ার আয়োজন।
২৬/১০/২০২৫-সমাবেশ-জাতীয় প্রেসক্লাব
২৯/১০/২০২৫-রোড ক্যাম্পেইন -মৎস্যভবন
৩১/১০/২০২৫-সকাল ১১.০০ ঘটিকায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ মাসব্যাপী কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান ঘোষণা ও সংবাদ সম্মেলন-জাতীয় প্রেসক্লাব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/blil
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন