English

28 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু মারা গেছেন

- Advertisements -

চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু তথ্যটি নিশ্চিত করে বলেন, সম্প্রতি মাথায় আঘাত পেয়ে দিলু ভাই হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার করোনা ভাইরাস পজেটিভ আসে। এছাড়া হার্টের রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতা ছিল তার। চলচ্চিত্র একজন অভিভাবক হারালো। তার আত্মার শান্তি কামনা করছি।
করোনা আক্রান্ত থাকায় তার জানাজা ও দাফনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মরদেহ নেওয়া হচ্ছে না।  তাই সীমিত পরিসরে রাজধানীর বারিধারায় জানাজা শেষে দিলুকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও জানান খসরু।
নাসিরউদ্দিন দিলু প্রায় ১৫টিরও বেশি সিনেমা প্রযোজনা করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h41i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন