English

26.6 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা আলী কওসার

- Advertisements -

এ কে আজাদ: চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা আলী কওসার, আজ ৪ এপ্রিল মঙ্গলবার রাত ১০টায়, ঢাকার মাতুয়াইলে নিজ বাসভবনে, মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহ ওয়া- ইন্নালিল্লাহ রাজিউন…। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন, চোখেও দেখতে পেতেন না অনেক দিন হলো। সর্বশেষ গত দুইমাস এর মতো হাসপাতালে থেকে কয়েক দিন আগে বাসায় ফিরে ছিলেন।

আলী কওসার পঞ্চাশ এর দশকে ঢাকার বিভিন্ন মঞ্চে নাটকে অভিনয় করতেন। একসময় নিজে নাটক লিখতেন এবং নির্দেশনাও দিতেন। তৎকালীন সময়ে ঢাকার নাটকপাড়ায় আলী মনসুর (তাঁর বড় ভাই) ও আলী কওসার এর বেশ নাম-ডাক ছিল, ছিল সুপরিচিতি।

আমাদের দেশের প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের সাথে যুক্ত হন তিনি। পরবর্তিতে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন, যারমধ্যে উল্লেখযোগ্য- মহুয়া, অনেক দিনের চেনা, রাজা সন্যাসী, জানাজানি, নবাব সিরাজউদ্দৌলা, গাঁয়ের বধূ, মানুষের মন, রংবাজ, বধূ মাতা কন্যা, ভাইবোন প্রভৃতি।

তখনকার সময়ে বেতার ও টেলেভিশন নাটকেও অভিনয় করতেন তিনি।

আলী কওসার তিনটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। চলচ্চিত্রগুলো হলো- গাঁয়ের বধূ, বধূ মাতা কন্যা ও ভাইবোন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w0mr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন