হেফাজতে ইসলামের নবনির্বাচিত সহকারী মহাসচিব, ফেনীর লালপোল সোলতানিয়া মাদরাসার মুহাদ্দিস, গুণকবাবুপুর দারুল উলুম মুইনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রহিম উল্লাহ কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইওয়া রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
বুধবার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার ছেলে মাওলানা মাহমুদুল হাসান এ খবর নিশ্চিত করেছেন।
মরহুম রহিম উল্লাহ কাসেমীর জানাজা বৃহস্পতিবার দুপুর ২টা ৩০মিনিটে তার প্রতিষ্ঠিত মাদরাসায় অনুষ্ঠিত হবে।
তার ইন্তেকালের খবর পেয়ে তাৎক্ষণিক হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, লালপোল সোলতানিয়ার মুহতামিম মাওলানা ক্বারি মুহাম্মদ কাশেম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6ir4
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন