English

25.1 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

মধুবন সিনেপ্লেক্সের কর্ণধারের মা না ফেরার দেশে

- Advertisements -

না ফেরার দেশে চলে গেলেন বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার রোকুনুজ্জামান ইউনূস রুবেলের মাতা কানিজ জোহরা ইউনূস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে বার্ধ্যক্যজনিক কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

কানিজ জোহরার মৃত্যুর খবরনিশ্চিত করেছেন প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল। প্রদর্শক সমিতির আইন ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুবেল মুঠোফোনে জানান, সোমবার ভোর চারটার দিকে রাজধানীর বনানীতে মেয়ের বাসায় মারা যান জোহরা। পরে তার মরদেহ বগুড়ায় আনা হয়। সেখানে বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মরহুম এ এন ইউনূসের কবরে পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মরহুমা জোহরা মৃত্যুকালে এক সন্তান রোকুনুজ্জামান ইউনূস রুবেল, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এদিকে মরহুমা জোহরার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন প্রদর্শক সমিতি। এক শোকবার্তায় সমিতি জানিয়েছে- মধুবন সিনেপ্লেক্স প্রতিষ্ঠায় মরহুম এ এন ইউনূসের পাশে থেকে সব সময় অনুপ্রেরণা দিয়ে সংস্কৃতির সেবায় নিয়োজিত ছিলেন। সবশেষ দ্বিতীয় প্রজন্ম রোকুনুজ্জামান ইউনূস রুবেলকেও সমানভাবে সিনেমাশিল্পের বিকাশে সবসময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0419
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন