English

14 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
- Advertisement -

ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Advertisements -

শাহাদাৎ হোসেন সরকার: ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও নিসচা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় এক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

‘পথ হোক শান্তিময়’—এই শিরোনামে ইলিয়াস কাঞ্চনের জন্মদিনের প্রতিপদের মাঝে বুধবার বিকেলে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‘নিরাপদ সড়ক চাই’ কেন্দ্রীয় শাখার সদস্য জি এম মিন্টুর সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে ‘নিরাপদ সড়ক চাই’ পথচারীদের মাঝে খাবার বিতরণ এবং তাদের নিরাপত্তা ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে ‘নিরাপদ সড়ক চাই’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য জিএম মিন্টু বলেন, “ইলিয়াস কাঞ্চন স্যার শুধু একজন অভিনেতা নন, তিনি দেশের যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ান।

নিরাপদ সড়ক আন্দোলন তার এমনই একটি মহৎ উদ্যোগ। তার জন্মদিনে আমরা প্রতিপদের এই আয়োজন করে তার আদর্শকে স্মরণ করছি এবং নিরাপদ সড়কের দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ ধামরাই থানা কমিটির সভাপতি নাহিদ ইসলাম। এছাড়া আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সরকার, কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য রিদয় আহমেদ রাব্বি এবং আশুলিয়া থানা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উপস্থিত অতিথিরা ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদ সড়ক আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ‘পথ হোক শান্তিময়’—এই লক্ষ্যেই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে এলাকার পথচারী, রিকশাচালক ও দোকানিদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্যাকেট বিতরণ করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y1lo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন