এম জামাল হোসেন মন্ডল: নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার আয়োজনে আজ ২৪ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার বাদ মাগরিব চাঙ্গুড়ি হাফিজিয়া নূরানী এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে নিরাপদ সড়ক চাই ( নিসচা’)র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সড়কের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের শুভ জন্মদিন উপলক্ষে তার আশু রোগমুক্তি কামনায় এতিম ও গরিবদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।
উল্লেখ যে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন ।তার জন্মদিন উপলক্ষে কেক না কেটে তার সুস্থতার জন্য বাদ মাগরিব নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার আয়োজনে চাংগুরি হাফেজিয়া নূরানী এতিমখানা ও মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা কামরুল হাসান। দোয়া শেষে বাদ এশা লিল্লাহ বোর্ডিং ও এতিম খানায় রাতের খাবার পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সহ সভাপতি জয়নাল আবেদীন কন্ট্রাক্টর, সাংগঠনিক সম্পাদক সাত্তার হোসেন নয়ন, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ,কার্যকরী সদস্য আক্কাস বেপারী সহ লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্র গণ।
