মোঃ আলাল উদ্দিন: নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মবার্ষিকী উপলক্ষে নিসচা ভৈরব শাখার উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিসচা কার্যালয় ও ভৈরব রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হতদরিদ্র ও এতিমদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ আহমেদ, ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ ইউসুফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচার সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন (বিএসসি), ফরহাদ আহমেদ, সদস্য ফারজানা রহমান সুধা, হাজী মোঃ জামান, জুয়েল মিয়া, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আরিফ আহমেদ শাওন, ওবায়দুর রহমান, নিসচা পরিবারের সদস্য আবেদ হোসেন পলাশ, মোঃ কাজল মিয়া, রঞ্জিতা বেগম, ফারজানা সাদেহা, আকলিমা বেগমসহ বাউল শিল্পী লাকি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শেষে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
