বরিশাল প্রতিনিধি: দেশের সড়ক নিরাপদ করতে এবং দুর্ঘটনায় প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষে টানা ৩২ বছর লড়াই করা সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন তার সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধা ৭টায় বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকায় নিসচা জেলা কমিটির স্থায়ী কার্যালয় অনুষ্ঠিত দোয়া- মোনাজাত ও মিলাদ-মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মতামত প্রদান করেন।
জেলা কমিটির সভাপতি মো: রুহুল আমিন এর সভাপতিত্বে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানের আগে এক আলোচনা সভায় এ বছরের প্রতিপাদ্য স্লোগান মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো: হাবিবুর রহমান চৌধুরী মামুন, সহ-সভাপতি মো: আক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ ও জ্যর্তিময় রায়,ক্রীড়া সম্পাদক মো: আকতার হোসেন, প্রচার ও প্রচারণা সম্পাদক রবীন্দ্রনাথ রবীন,নারী বিষয়ক সম্পাদিকা জিন্নাতুন নাজিফা সোমা, যুব বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান দিপু, কার্যনির্বাহী সদস্য মো: শহিদুল ইসলাম, মো: রিয়াদ আহমেদ, মো: ইমরান হাসান মাইনুলসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সারা জীবন দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। আজ তিনি অসুস্থ এবং বিদেশে চিকিৎসাধীন আছেন। আমরা চাই তিনি যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত এসে আবার মানুষের জন্য কাজ করতে পারে। দোয়া মোনাজাত পরিচালনা করেন সভাপতি মো: রুহুল আমিনের পিতা মো: লুৎফর রহমান হাওলাদার।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uet6