তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নিসচা বড়লেখা উপজেলা কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা শাখা। বর্তমানে ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, সদস্য জমির উদ্দিন, শাহরিয়ার শাকিল ও নয়ন চক্রবর্তীসহ প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।