“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ইং উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়ার কাহালু উপজেলা কমিটির আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, নিরাপদ সড়ক চাই (নিসচা) কাহালু উপজেলা কমিটির উপদেষ্টা ও আকবরিয়া গ্রপ লিঃ এর চেয়ারম্যান হাসান আলী আলাল, উপদেষ্টা ও থ্রি স্টার কেমিক্যাল এর এমডি জামাল হোসেন, উপদেষ্টা ও কাহালু পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হক মোজাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কাহালু সরকারী কলেজের প্রভাষক পি এম মাকসুদুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) কাহালু উপজেলা কমিটির সভাপতি প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কাহালু প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান তানসেন, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন সহ নিরাপদ সড়ক চাই (নিসচা) কাহালু উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও সম্মাাননা স্বারক বিতরণ অনুষ্ঠিত হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন