“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে বিআরটিএ কুষ্টিয়া সার্কেল ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী কুষ্টিয়া হাই স্কুল প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ ও সাজিদ শাহারিয়া ফাহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. শামিম উল হাসান অপু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তাই রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকতে হবে এবং সকলকে সড়ক আইন মেনে চলতে উৎসাহিত করতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আতিয়ার রহমান। তিনি বলেন, “সড়কে দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমেই দুর্ঘটনা কমানো সম্ভব। সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তির পরিবার ৩০ দিনের মধ্যে বিআরটিএ বরাবর আবেদন করলে সরকারি সহায়তা পেতে পারে— নিহতের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতকে ৩ লাখ টাকা এবং সাধারণ আহতকে ১ লাখ টাকা প্রদান করা হয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজ যে সড়ক নিরাপত্তা শিক্ষা অর্জন করেছেন, তা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না— পরিবার, বন্ধু ও সমাজেও ছড়িয়ে দিন। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।”
এছাড়াও বক্তব্য রাখেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ইবি থানা প্রতিনিধি মোঃ জুয়েল রানা এবং সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ইবি প্রতিনিধি তুহিন ইসলাম।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে সড়ক নিরাপত্তা সম্পর্কে নানা দিকনির্দেশনা গ্রহণ করেন। শেষে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
