খান মহিদুল ইসলাম ,ডুমুরিয়া: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় ডুমুরিয়ার মাগুরাঘোনা মসজিদে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ৩২ বছর অক্লান্ত পরিশ্রম করে সড়ক দুর্ঘটনা রোধে প্রতিষ্ঠা করেছেন নিরাপদ সড়ক চাই সংগঠন।
বর্তমানে ব্রেইন টিউমারে আক্রান্ত নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন। নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ইলিয়াস কাঞ্চনের দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের মুসল্লি , নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মী এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ। দোয়া পরিচালনা করেন নিসচা কর্মী ডাঃ আলমগীর হোসাইন।