তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৬ আগস্ট) রাত ৯টায় শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার এডহক কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আশফাক আহমদ, সাবেক সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।