English

28 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
- Advertisement -

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে বড়লেখায় ইউএনও’র সাথে নিসচা’র বৈঠক

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা নেতৃবৃন্দের প্রস্তুতিমূলক বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সাথে প্রস্তুতিমূলক বৈঠক ও মতবিনিময় করেন। ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক নিজাম উদ্দিন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সহ-সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, প্রবিন্স সুচিয়াং প্রমুখ।

নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, প্রতিবারের মতো এবারও উপজেলা প্রশাসন ও নিসচা’র যৌথ উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হবে সেজন্য উপজেলা প্রশাসনের সাথে আমাদের প্রস্তুতিমূলক বৈঠক হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখা মাসব্যাপী কর্মসূচী চলমান রয়েছে। সেই কর্মসূচি নিয়েও ইউএনও মহোদয়ের সাথে আলোচনা হয়েছে তিনি সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ইউএনও গালিব চৌধুরী বলেন, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে পালন করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। ঐ দিন সকাল ১১ টায় উপজেলা প্রশাসনসহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দপ্তরের নেতৃবৃন্দদের উপস্থিতির উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাছাড়া বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সময়ে সড়ক দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি ও সড়ক আইনের প্রতি জনসাধারণের অনীহা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা মূলক কর্মসূচি অব্যাহত রেখেছে যা প্রশংসার দাবী রাখে। সামাজিক উন্নয়নসহ মানবিকতারও কার্যক্রম পরিচালনা করছে। সড়ক দুর্ঘটনারোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা সেল গঠন করার আশাবাদ ব্যক্ত করেন এবং নিসচা’র সাথে সহযাত্রী হয়ে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ipmi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন