আসছে ২২ অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালনের অংশ হিসেবে জয়পুরহাট জেলা শাখা “নিরাপদ সড়ক চাই (নিসচা)” আয়োজন করেছে মাসব্যাপী নানা কর্মসূচি। এরই ধারাবাহিকতায় কর্মসূচির ১৩তম দিনে আজ অনুষ্ঠিত হয়েছে ট্রাফিক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও জনসচেতনতা মূলক কার্যক্রম।
কর্মসূচির শুরুতে ট্রাফিক ইন্সপেক্টর জনাব মোঃ জামিরুল ইসলাম-এর হাতে লিফলেট তুলে দেন নিসচা জয়পুরহাট জেলা শাখার সভাপতি জনাব মোঃ নুর ই আলম হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি চালক, যাত্রী ও পথচারীর দায়িত্বশীল আচরণই পারে সড়ককে নিরাপদ করতে।”
তারা আরও আহ্বান জানান— “জাতীয় নিরাপদ সড়ক দিবস” সফলভাবে পালন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”
উল্লেখ্য, নিসচা জয়পুরহাট জেলা শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে — যার মধ্যে রয়েছে স্কুল কলেজে সচেতনতামূলক আলোচনা, পোস্টার ক্যাম্পেইন ও ট্রাফিক নির্দেশনা বিষয়ক কার্যক্রম।