এম জামাল হোসেন মন্ডল: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার অয়োজনে। মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন।
আজ বুধবার দুপুরে টংগিবাড়ি প্রেসক্লাবে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ও মরহুমা জাহানারা কাঞ্চনের ৩২তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নিসচা টংগিবাড়ি উপজেলা শাখা’র সভাপতি নুর মোহাম্মদ বেপারী।
এসময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই( নিসচা) টংগিবাড়ি উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, প্রচার সম্পাদক জসিম শেখ, সমাজ কল্যাণ সম্পাদক বাবুল শেখ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম মাঝি, কার্যকরী সদস্য অক্কাস বেপারী, কার্যকরী সদস্য সায়েন মুন্সী, কার্যকরী সদস্য কাজী তামিম,শাজাহান বেপারী, শাহীন শেখ প্রমুখ।