এম জামাল হোসেন মণ্ডল: মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় টংগিবাড়ী উপজেলাকে যানজটমুক্ত করার পাশাপাশি আটো ও মিশুক চালকদের প্রশিক্ষণের আওতায় এনে প্রত্যেককে সনদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ, কার্যকরী সদস্য সার্ভেয়ার কামাল, আককাস বেপারী, আব্দুল মজিদ, ছায়েন মুন্সি, শাহজাহান বেপারী প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, উপজেলা প্রশাসন ও নিসচার যৌথ উদ্যোগে টংগিবাড়ীকে একটি যানজটমুক্ত, নিরাপদ ও সচেতন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।