মুন্সীগঞ্জ, ৬ অক্টোবর ২০২৫ (সোমবার): “দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক চাই”—এই স্লোগানকে সামনে রেখে আজ বিকাল ৪টায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তায় অনুষ্ঠিত হলো নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক রোড সেফটি প্রোগ্রাম ও লিফলেট বিতরণ কর্মসূচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাসুম হোসেন অপু।
এ কর্মসূচি ছিলো মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচিরই অংশ।
পথচারী ও যানবাহন চালকদের হাতে লিফলেট বিতরণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিষয় তুলে ধরা হয় এবং সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম হোসেন বেপারী, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শেখ, জসিম শেখ, কার্যকরী সদস্য আক্কাস বেপারী, কাজী তামিম, ফারুক শেখ, মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন—“সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা রোধ করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, বরং প্রতিটি চালক, পথচারী ও সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বড় শক্তি।”
কর্মসূচি শেষে সকলেই প্রতিজ্ঞা করেন—“ট্রাফিক আইন মেনে চলব, দুর্ঘটনামুক্ত সড়ক গড়ব।”
