English

26 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
- Advertisement -

ঠাকুরগাঁওয়ে নিসচা’র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

- Advertisements -

ননীগোপাল বর্মন, ঠাকুরগাঁও: সংগ্রাম সাফল্য গৌরবে ৩২ বছর উপলক্ষে ঠাকুরগাঁও নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সড়ক দুর্ঘটনায় রোধে মানসম্মত হেলমেট নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই  ঠাকুরগাঁও শাখা আজ ১ লা ডিসেম্বর সোমবার বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। আজ বিকাল ৩.০০ টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্য্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে  সড়ক দূর্ঘটনায় নিহতের স্মরন করে নিরবতা ও দোয়া কামনা করা হয়।

সমাবেশে বক্তারা দেশে ক্রমাগত সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক হওয়ায় রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বর্তমান সময়ে সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, চালকদের প্রশিক্ষণ ও আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন।

বক্তারা বলেন, বিগত ৩২ বছরে নিরাপদ সড়কের আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে নিসচা। দুর্ঘটনা প্রতিরোধ কার্যক্রম, জনসচেতনতামূলক ক্যাম্পেইন, স্কুল-কলেজে নিরাপদ সড়ক শিক্ষা, মানববন্ধনসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের সড়ক নিরাপত্তা খাতে অবদান রাখছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে নিসচা অঙ্গীকারবদ্ধ।

সংশ্লিষ্ট সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। বিশেষ করে সড়ক নিরাপদ নিশ্চিত করতে প্রয়োজন রাজনৈতিক স্বদিচ্ছা একান্ত কাম্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kp3p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন