সোহেল, দাগনভূঞা থেকে: জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে বাংলাদেশের প্রিয় চিত্রনায়ক ও নিসচার প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, ১৮ কোটি মানুষের প্রাণের মানুষ ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক, খতিব, ইমাম, মোয়াজ্জেম, মুসল্লীসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ। দোয়া মাহফিলে সহযোগিতা ও অংশগ্রহণকারীদের প্রতি নিসচা দাগনভূঞা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।