সোহেল, দাগনভূঞা থেকে: “সড়ক দুর্ঘটনা রোধে আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি — পথ যেন শান্তির, মৃত্যুর নয়।” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা শাখা ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’-এর উদ্যোগে রবিবার বেকের বাজারে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক ক্যাম্পেইন।
ক্যাম্পেইনে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও ‘সংগীতা টেলিকম’-এর মালিক জাহাঙ্গীরের সহযোগিতায় ড্রাইভার, পথচারী, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুন টানানো হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সোহেল।
এসময় আরও উপস্থিত ছিলেন — সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সমাজকল্যাণ সম্পাদক আবদুল মতিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ জহির, ভুক্তভোগী মামুন, সমাজসেবক জসিম, ব্যবসায়ী আলমগীর, এবং স্থানীয় লাইনম্যান সুমন প্রমুখ।
সচেতনতামূলক এই কর্মসূচিতে বক্তারা বলেন— সড়কে আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার এবং নিরাপদ গতির প্রতি সচেতনতা বৃদ্ধিই পারে দুর্ঘটনা কমাতে। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ম মেনে চলার আহ্বান জানান।