ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী বলেছেন, নিরাপদ সড়ক কেবল আইনের বিষয় নয়, এটি এক মানবিক অঙ্গীকার। চালক, পথচারী ও যাত্রী-সবার মধ্যে সমান সচেতনতা তৈরি না হলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। তিনি আরও বলেন, মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতি মেনে চলা এবং ট্রাফিক আইন মানার অভ্যাস গড়ে তুলতে হবে। সড়ক দুর্ঘটনা এখন দেশের উন্নয়ন ও সামাজিক জীবনের বড় অন্তরায়। প্রতি বছর হাজারো প্রাণ হারাচ্ছে শুধুমাত্র অসচেতনতা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে।
লায়ন মোঃ হাকিম আলী জোর দিয়ে বলেন, শুধু সরকারের উদ্যোগেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকেও এ ইস্যুকে অগ্রাধিকার দিতে হবে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ডায়মন্ড সিমেন্টের পৃষ্ঠপোষকতা ও দৃষ্টি চট্টগ্রামের সহযোগিতায় এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর কমিটির উদ্যোগে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী ডায়মন্ড সিমেন্ট-নিরাপদ সড়ক চাই আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব। বিশেষ অতিথি ছিলেন, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের পরিচালক কবি ও নাট্যকার অভীক ওসমান, ডায়মন্ড সিমেন্টের জিএম আব্দুর রহিম, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এবং সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।
প্রতিযোগিতায় সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এতে অংশ নেয় চট্টগ্রামের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান- সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন বিতর্ক সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় এবং রানারআপ অর্জন করা বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।