English

31 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
- Advertisement -

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার ট্রাফিক কার্যক্রম ও লিফটের বিতরণ

- Advertisements -

টানা ৭ দিন থেকে দিন-রাত ট্রাফিকের দায়িত্ব পালন করছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা। পাশাপাশি স্কাউট গ্রুপ, স্কুল-কলেজের শিক্ষার্থী সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও করছে নিসচা, বিভিন্ন স্কাউট গ্রুপ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন।

Advertisements

মঙ্গলবার (১৩ আগস্ট) প্রতিদিনের মতো আজও টানা ৭ম দিনে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কমলগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় ট্রাফিক এর দায়িত্ব পালন এর পাশাপাশি হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদেরও হেলমেট পরিধানে উৎসাহিত করা হচ্ছে। সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নিসচা নেতৃবৃন্দরা জানান, নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক জনতার নেতা ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় সাড়াদেশে ট্রাফিক পুলিশের দায়িত্বে কাজ করছেন নিসচা কর্মীরা। তাছাড়া দেশের যেকোনো ক্রান্তিলগ্নে নিসচা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে।

এসময় নিসচা’র এই স্বেচ্ছাশ্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদেরকে বুকে টেনে নিয়ে ভালোবাসায় সিক্ত করে নিয়ে শীতল পানি, জুস ও খাবার বিতরণ করেছেন।

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস বলেন নিসচা কেন্দ্রীয় চেয়ারম্যান
চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘ ৩১ বছর থেকে রাস্তায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ জনসচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি যানজট নিরসনে কাজ করে আসছে।

Advertisements

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আমি প্রায় ২০ বছর থেকে ব্যবসা করছি। কিন্তু রাস্তাঘাট এত সুশৃঙ্খল আমি আগে কখনো দেখিনি। এর কারণ হলো সবাই তাদের শ্রদ্ধা করছে। প্রখর রোদে তারা দায়িত্ব পালন করছে। সেজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এদিকে কমলগঞ্জ কোন ট্রাফিক না থাকায় সড়কে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা কমলগঞ্জে বিভিন্ন এলাকায় ট্রাফিক এর দায়িত্ব পালন ও সচেতনতা মূল লিফলেট বিতরণ করছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন