English

21.6 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬
- Advertisement -

নিসচা কমলগঞ্জ শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

- Advertisements -

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত গরীব ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী অসহায় ও শীতার্ত মানুষের মধ্য আজ বুধবার (২১জানুয়ারি) দুপুরে নিরাপদ সড়ক চাই ( নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, জাতীয় সামাজিক সংগঠন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও যানজট নিরসনে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কমলগঞ্জ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে এবং নিসচা কমলগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত এর সঞ্চালনায় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিআরডিবি কমলগঞ্জ উপজেলা সভাপতি মোঃ সরোয়ার শুকুরানা নান্না, নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠা পোষক মাও খালেদ আহমেদ শাওক্বী, নিসচা সহ সভাপতি বকুল আহমদে, আব্দুল করিম সভাপতি কমলগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক শাখা, আবু সাইদ দপ্তর সম্পাদক কমলগঞ্জ উপজেলা শাখা, ফয়জুর রহমান আবুল অর্থ সম্পাদক কমলগঞ্জ উপজেলা শাখা সফিক মিয়া সভাপতি সদর ইউনিয়ন শাখা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম জানান এ কম্বল বিতরণ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত গরীব অসহায় পরিবারে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে দ্বিতীয় ধাপে আগামীকাল। এবং উক্ত কম্বল বিতরণে যাহারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/phfv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন