‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য সামনে রেখে ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম উত্তর জেলা শাখা ও রাউজান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় রাউজান উপজেলা চত্বর থেকে শুরু করে রাউজান উচ্চ বিদ্যালয়ের সামনে র্যালীটি শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা’র সভাপতিত্বে এসময় র্যালীতে অংশগ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন ধর,রাউজান থানার সেকেন্ড অফিসার মোঃ আলমগীর হোসেন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আবুল কালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সিরাজাম মুনির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোরশেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস স্বজল চন্দ্র চন্দ, শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,ট্রাক সমিতির সদস্য, ট্রাক ইউনিট সাধারণ সম্পাদক, নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশগুপ্ত, কার্যকরি সদস্য অন্তর দাশ, তহিদুল ইসলাম তুহিন, ইমরান হোসেন, জয় চাকমা, শুভ দাশ,সৌরভ দাশ,পার্থ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম নগরীকে দুর্ঘটনা ও যানজটমুক্ত করতে সবাইকে কাজ করার আহবান জানান।