এম জামাল হোসেন মন্ডল: আজ রবিবার ১৯ অক্টোবর সকাল ১১টায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায়, টংগিবাড়ী বাজার সংলগ্ন উপজেলা প্রশাসনের প্রধান ফটকের সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যাগে যানজট মুক্ত, সচেতনতা মূলক রোড সেফটি প্রোগ্রাম ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত।
\উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপু।
মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি অংশ হিসেবে আজ সড়ককে দুর্ঘটনা মুক্ত করার লক্ষ্যে সচেতনতা মূলক কর্মসূচি পালিত হয়।
এবং পথচারী ও গাড়ী চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী উপজেলা শাখার সংগঠনের পক্ষে অংশ গ্রহন করেন।
নিসচা টংগিবাড়ী শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন বেপারী, সমাজ কল্যান সম্পাদক বাবুল শেখ, কার্যকরী সদস্য আক্কাস বেপারী, সাকিল হোসেন, কাজী তামিম, মনির হোসেন, মাহফুজ হোসেন প্রমূখ।