নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার আয়োজনে তরুন সড়কযোদ্ধাদের নিয়ে নিসচা রাজশাহী জেলা শাখার কার্যালয়ে সন্ধ্যা ৭:৩০ মিনিটে সড়ক দূর্ঘটনারোধে সচেতনতামূলক তরুন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাড. তৌফিক আহ্ধসঢ়;সান টিটু। অনুষ্ঠানে বক্তব্য দেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌঃ জিয়াউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক প্রকৌঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, সদস্য- আজমেরী আখতার (পাঁপিয়া), আসমানী আখতার (আঁখি),মৌসুমী, জামিলুর রহমান (স্মরন), ফারহা তাবাসসুম (মিম), আফ্রিদি, মাশরাফি,সাগর,শিমু,হৃদয়,তুহিন,পংকজ প্রমুখ।
বক্তারা সকলে রাজশাহী মহানগরীকে যানজট ও সড়ক দূর্ঘটনা মুক্ত করার জন্য দায়িত্ব নিয়ে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। অনুষ্ঠান শেষে সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদের জন্মদিন কেক কেটে পালন করা হয়। পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।