পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে ও উপদেষ্টা কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য বিকাশ দাশ গুপ্তের অর্থায়নে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিকাশ দাশ গুপ্ত বলেন, নিরাপদ সড়ক আমরা সকলেই চাই কিন্তু দূঃখের বিষয় সড়ক এখনো নিরাপদ হয়ে উঠেনি। নিসচা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ৩০ বছর ধরে এ সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সড়ককে নিরাপদ করার জন্য দেশ ও দেশের বাইরে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতাই নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আজ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমি জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র সফলতা কামনা করছি।