English

32.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

বড়লেখায় টানা ৭ দিন থেকে নিসচা’র ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসাধারণের ভালোবাসায় সিক্ত

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা পৌর শহরে টানা ৭ দিন থেকে দিন-রাত ট্রাফিকের দায়িত্ব পালন করছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। পাশাপাশি রোভার স্কাউট গ্রুপ, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ, পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ, বিএনসিসি ও স্কুল-কলেজের শিক্ষার্থী সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও করছে নিসচা, বিভিন্ন স্কাউট গ্রুপ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (১৩ আগস্ট) প্রতিদিনের মতো আজ টানা ৭ম দিনে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদেরও চলাচলে বাধা দিয়ে সতর্ক করছেন তারা।

সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম জানান, নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক জনতার নেতা ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় সাড়াদেশে ট্রাফিক পুলিশের দায়িত্বে কাজ করছেন নিসচা কর্মীরা। তাছাড়া দেশের যেকোনো ক্রান্তিলগ্নে নিসচা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে।

এসময় নিসচা’র এই স্বেচ্ছাশ্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদেরকে ভালোবাসায় সিক্ত করে নিয়ে শীতল পানি, জুস ও খাবার বিতরণ করেছেন।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আমি প্রায় ২০ বছর থেকে ব্যবসা করছি। কিন্তু রাস্তাঘাট এত সুশৃঙ্খল আমি আগে কখনো দেখিনি। এর কারণ হলো সবাই তাদের শ্রদ্ধা করছে। প্রখর রোদে তারা দায়িত্ব পালন করছে। সেজন্য আমি নিজ খরছে তাদেরকে ছাতা কিনে দিয়ে দিয়েছি।

উল্লেখ্য, থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান ট্রাফিক পুলিশ সদস্যরাও। একপর্যায়ে ট্রাফিক শূন্য সড়কে যান চলাচল ব্যহত ঘটে। এমতাবস্থায় নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় সারা দেশে নিসচা কর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়ে। পাশাপাশি স্বেচ্ছায় দায়িত্বপালনে নেমে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

এদিকে বড়লেখায় আজও ফিরেনি ট্রাফিক সড়কে আনসার সদস্যদের উপস্থিতি ছিল নগণ্য। কার্যত নিসচা ও শিক্ষার্থীরা সামলাচ্ছেন পৌর শহরের ব্যস্ততম রাজপথগুলো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/78ca
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন