তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত আবুল হোসেনকে আর্থিক অনুদান প্রদান করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের ভুক্তভোগী আবুল হোসেনের বাড়িতে গিয়ে এ আর্থিক অনুদান প্রদান করেন নিসচা নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক ও ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক আবুল কাসেম, পৃষ্টপোষক নিজাম উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও ষাটমাকন্ঠ পত্রিকার দক্ষিণ শাহবাজপুর প্রতিনিধি শাহরিয়ার শাকিল প্রমুখ।
উল্লেখ্য, ষাটমাকন্ঠ পত্রিকার অনলাইন ভার্সনে আবুল হোসেনের মানবিক সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি নিসচা নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। পরে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আবুল হোসেনের বাড়িতে গিয়ে তার শারিরীক অবস্থার খোজ-খবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।