নিরাপদ সড়ক চাই (নিসচা) বিয়ানীবাজার শাখার উদ্যোগে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচার সহ-সভাপতি মাহবুবুর রহমান নাহিদ, মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নিসচার সাধারণ সম্পাদক শফিউর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ আহমদ, যুগ্ম আহ্বায়ক প্রদিব দাস, দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ড ম্যানেজার ছমির মেম্বার, যুগ্ম সদস্য সচিব ইমরান হোসেন ও আমিনুল ইসলাম আরিফ, নিসচা সদস্য রাফি আহমদ ও সাইদুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ও সচেতনতাই পারে দুর্ঘটনা কমাতে। তারা সকলকে ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদ সড়ক গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান।