English

29.4 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বড়লেখায় নিসচার দোয়া মাহফিল

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শাহাদত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় ও বর্ন্যাতদের সহায়তা এবং দুর্যোগ মুক্তি কামানায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির সদস্য জমির উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, অসীম কর প্রমুখ। এদিকে সম্প্রতি সময়ে নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দদের মরহুম পিতা-মাতার মাগফিরাত কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়েছে।

পরে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলিম উদ্দিনকে সংবর্ধনা এবং নিসচা বড়লেখা শাখার কার্যকরী সদস্য ওমান প্রবাসী নজমুল ইসলাম স্বদেশে আগমন উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন,‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা মৃত্যু বরণ করেছে তারা আমাদের বীর! তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। দেশের মানুষের বাক্ স্বাধীনতা ফিরে এসেছে। মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন এছাড়া যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় বক্তারা আরও বলেন, সারাদেশে নিসচা ছাত্র আন্দোলনের নৈতিক দাবির প্রতি সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে তা একটি মাইলফলক হয়ে থাকবে আসলে নিসচা দেশের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে নৈতিক দাবির প্রতি সমর্থন জানিয়ে সারাদেশে নিসচা’র শাখা সংগঠনকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার নির্দেশনা অনুযায়ী সারাদেশে নিসচা নেতৃবৃন্দরা ছাত্র আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/blw4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন