English

28.6 C
Dhaka
বুধবার, অক্টোবর ১, ২০২৫
- Advertisement -

ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা

- Advertisements -

ভৈরব প্রতিনিধি: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিবহন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন নিসচার সহ-সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মোঃ আলাল উদ্দিন।
বক্তব্য দেন ভৈরব বাস মালিক সমিতির সভাপতি মোঃ আবু বায়েছ, নিসচার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, ভৈরব উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ দুলাল, কার্যকরী কমিটির সদস্য ও উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন বিএসসি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, রক্তসৈনিক নজরুল ইসলাম, এম এ বাকি বিল্লাহ, মোঃ জামাল মিয়া, ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ভৈরবের সড়কগুলোতে নানান অনিয়ম, যানজট ও যাত্রী ভোগান্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা নিরাপদ সড়ক গড়তে প্রশাসনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নিসচা ভৈরব শাখার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৫ বছর (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7uti
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন