ভৈরব প্রতিনিধি: জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)ভৈরব শাখা।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নিসচা ভৈরব শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন রবীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নিসচার সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন বিএসসি, মোঃ নজরুল ইসলাম জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিসচার কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।