নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ রাজশাহী জেলা শাখা আজ ১৯ অক্টোবর (রোববার) রাজশাহী মহানগরীর ব্যস্ততম এলাকা লক্ষীপুর মোড়ে এক জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে।
রাজশাহীর অন্যতম যানজটপূর্ণ এলাকা এই লক্ষীপুর মোড়ে যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, যুব বিষয়ক সম্পাদক রুহুল হাসান পলাশ, কার্যকরী সদস্য আজমিরা আক্তার পাপিয়া, সবুজ আলী, এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য তামিম, শাহান, মাহি, মিজান, মেরিনা, ইস্তিয়াকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, “সড়কে সবাই যদি নিজের দায়িত্ব বুঝে চলে, তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। নিয়ম মেনে চলাই পারে জীবন বাঁচাতে।”
নিসচার এই সচেতনতামূলক ক্যাম্পেইনে স্থানীয় ব্যবসায়ী, ড্রাইভার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।