“মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনাসভার মধ্যে দিয়ে নাটোরের লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখা আযোজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়াামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
লালপুর উপজেলা নির্বাহি অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়াামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নিরাপদ সড়ক চাই, লালপুর উপজেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক লালপুর বার্তা এর সম্পাদক সাংবাদিক আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক শিক্ষক ও সাংবাদিক মাজহারুল ইসলাম লিটন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, লালপুর উপজেলা আওয়াামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা কাজি আছিয়া জয়নুল বেনু,আব্দুর রশিদ মাষ্টার প্রমূখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন