English

27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
- Advertisement -

সড়কের অনিয়ম ও দুর্ঘটনারোধে ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি

- Advertisements -

সড়কে বিশৃঙ্খলা-অনিয়ম, নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনারোধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০৯-১০-২১,শনিবার বিকাল ৪ ঘটিকায় ডুমুরিয়া উপজেলা নিরাপদ সড়ক চাই’ এর উদ্যোগে খুলনা-সাতক্ষীরা মহাসডকের ডুমুরিয়া বাস স্টান্ড চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া উপজেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি সাংবাদিক খান মহিদুল ইসলামের সভাপতিত্বে, সাংবাদিক খান আরিফুজ্জামান নয়নের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ন আহবায়ক সাবেক মেম্বার গাজী আব্দুল আজিজ, সদস্য সচিব সাংবাদিক মাসুম গাজী , কার্যকারী সদস্য প্রণব কুমার অক্ষয়, সাংবাদিক মোক্তার হোসেন, শেখ ফারুক হোসেন, নাজমুল হোসেন বকুল, সবুজ দাস, সাংবাদিক সাব্বির হোসেন বাপ্পি, নজরুল গোলদার, সাংবাদিক নাসিম গাজী, আব্দুর রহমান, জুয়েল বিশ্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম, ফয়সাল শেখ, মুজাহিদুল ইসলাম সেতু, মানববন্ধনে বক্তারা বলেন মহীয়সী নারী জাহানারা কাঞ্চন এর মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যুর মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই জাতীয় সমজিক সঙ্গঠন আজ সারা বাংলার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে, আমাদের প্রত্যেককে সতর্ক এবং সচেতন হয়ে পথ চলতে হবে, আমরা সড়কে মৃত্যু চাই না ,শান্তি চাই।

একটি কুচক্রী মহল সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে স্বার্থ হাসিলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে , সড়ক আইন ২০১৮ বাস্তবায়নে বাধাগ্রস্ত করছে,যে কোনো মূল্যে নিরাপদ সড়ক চাই এর কর্মীরা সেটাকে প্রতিহত করবে । মানববন্ধনে বক্তারা সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন করাসহ সড়কে বিশৃঙ্খলা-অনিয়ম, নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন