বগুড়া প্রতিনিধিঃ বগুড়া–কাহালু সড়কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক দীর্ঘদিন ঝাউ–জঞ্জলে ঢেকে থাকায় পথচারী ও যানবাহন চালকদের জন্য বিভ্রান্তির সৃষ্টি হচ্ছিল। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ অবস্থার অবসানে উদ্যোগ গ্রহণ করে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখা।
নিসচার আয়োজনে মাইলফলকের চারপাশে জমে থাকা ঝাউ–জঞ্জল পরিষ্কার করা হয়। এতে মাইলফলকটি পুনরায় স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে ওঠে, যা সড়কে চলাচলকারী সাধারণ মানুষের জন্য সহায়ক হবে এবং দুর্ঘটনা ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক ও কার্যকর উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
