ইসমাইল হোসেন, সাভার থেকেঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সাভারের হেমায়েতপুর এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল — উল্টো পথে অটোরিকশা চলাচল প্রতিরোধ, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহ প্রদান, যানজট নিরসন এবং
দুর্ঘটনা রোধে পরিবহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
কর্মসূচির অংশ হিসেবে নিসচা সাভার উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা বিভিন্ন পরিবহন চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্টসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। তারা নিসচা সাভার উপজেলা শাখার এই উদ্যোগের প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নিসচা সাভার উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয় —
“নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সচেতনতার ফল। প্রত্যেকে নিজের দায়িত্ব বুঝে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।”
উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫-এর প্রতিপাদ্য —“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিসচা সাভার উপজেলা শাখা সারাবছর ধরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।