হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের নবাগত পুলিশ সুপার জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান এর সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত সড়ক নিরাপত্তা বিষয়ক বই “নিরাপদ” তাঁদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
বৈঠকে পুলিশ সুপার জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিসচার মতো সংগঠনগুলোর ভূমিকা প্রশংসনীয়। হাইওয়ে পুলিশ সবসময় নিরাপদ সড়ক নিশ্চিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।”
নিসচা বগুড়া জেলা শাখার পক্ষ থেকে মোস্তাফিজার রহমান বলেন, “নিরাপদ সড়ক বাস্তবায়নে হাইওয়ে পুলিশের সক্রিয় ভূমিকা আমাদের অনুপ্রাণিত করে। আমরা মাঠপর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে চাই।”
সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ বলেন, “সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নিসচা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ আরও ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি।”
এ সময় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের এডিশনাল এসপি জনাব উদয় কুমার সাহা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, নিসচা বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক ইমরান তালুকদার।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
