ইসমাইল হোসেন, সাভার প্রতিনিধিঃ আজ ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাভারের উদ্যোগে মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাভার উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এই কর্মসূচিতে আনুষ্ঠানিক আমন্ত্রণের ভিত্তিতে নিরাপদ সড়ক চাই (নিসচা), সাভার উপজেলা শাখা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। নিসচার নেতৃবৃন্দদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও অর্থবহ ও শক্তিশালী করে তোলে।
র্যালিটি সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন—”দুর্নীতি শুধু রাষ্ট্রের ক্ষতি করে না, এটি সমাজের নৈতিক কাঠামো ভেঙে দেয়। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে।”
নিসচা সাভার উপজেলা শাখার প্রতিনিধিরা তাদের বক্তব্যে জানান— “নিরাপদ সড়ক নিশ্চিত করতে যেমন আইন, সচেতনতা ও শৃঙ্খলা প্রয়োজন, তেমনি দুর্নীতির বিরুদ্ধে সৎ অবস্থান নেওয়াও জরুরি। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী শপথ নেন এবং ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।
অনুষ্ঠানের মূল স্লোগান ছিল — “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা।”
