English

29 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
- Advertisement -

আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’ এর সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

- Advertisements -

শাহাদাৎ হোসেন সরকার আশুলিয়া, ঢাকা: “সকল যাত্রা হোক নিরাপদ” এই স্লোগানকে সামনে রেখে আজ আশুলিয়ার পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে একটি গণসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা)। MC DELS Bouq-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য জিএম মিন্টু, আশুলিয়া থানা শাখা কমিটির সভাপতি শাকিল আহম্মেদ, ধামরাই থানা শাখা কমিটির সভাপতি মোঃ নাহিদ ইসলাম এবং আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সরকার। এ ছাড়া, আশুলিয়া থানা শাখার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা ও উদাসীনতা। এজন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বক্তারা সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

‘নিরাপদ সড়ক চাই’ এর এই ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে সবার মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/liun
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন