নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত রোগমুক্তি কামনায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা।
১২ অক্টোবর রাত ৮টায় হাইস্কুল মাঠসংলগ্ন নবরত্ন সংঘের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা দুপচাঁচিয়া উপজেলা শাখার সিনিয়র সভাপতি বাবু অসীম কুমার দাস, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আলম।
সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন—শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ আলাউদ্দিন ফকির, আইন বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার-উল-আজাদ লিটন, সদস্য সাবেক ব্যাংকার মোঃ আজিজুল হক, প্রভাষক আব্দুস সালাম প্রমুখ।
অনলাইনে যুক্ত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আফজাল হোসেন (নয়ন)।
বক্তারা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আসছে ২২ অক্টোবর “নিরাপদ সড়ক দিবস” উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।