হাড়কাঁপানো শীতে যখন কাঁপছে জীবন, ঠিক তখনই উষ্ণতার বার্তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখা। সংগঠনের উদ্যোগে ধারাবাহিকভাবে চলছে শীতবস্ত্র হিসেবে ভারী কম্বল বিতরণ কর্মসূচি।
এরই অংশ হিসেবে ঐতিহাসিক মহাস্থানে গতকাল রাতে শীতের তীব্রতায় কাতরানো অর্ধশতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মুখে জমে থাকা কষ্টের রেখা আর চোখে ফুটে ওঠা স্বস্তির ঝিলিক, এক টুকরো কম্বল যেন হয়ে ওঠে মানবিক ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক।

বরেণ্য চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে এই মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আয়োজকদের মতে, এটি একদিনের কর্মসূচি নয়, মাসব্যাপী এই কম্বল বিতরণ কার্যক্রম চলবে, যার মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেওয়া হবে।
নিসচা বগুড়া জেলা শাখা জানিয়েছে, এই উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রত্যাশিত। সম্মিলিত প্রচেষ্টায় শীতের কষ্ট লাঘবের পাশাপাশি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ই এই কর্মসূচির মূল লক্ষ্য।
উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর ইলিয়াস কাঞ্চনের জন্মদিনের দিন নিসচা বগুড়া শাখার উদ্যোগে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে ভারী কম্বল বিতরণ করা হয়।
