নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা, বরেণ্য চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা নিসচার উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক কর্মসূচির সূচনা করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী এক ভুক্তভোগীর মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
নিসচা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম সোহাগ–এর সভাপতিত্বে আয়োজিত মানবিক এই সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত বগুড়া হাইওয়ে পুলিশ সুপার জনাব শহিদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শহিদ উল্লাহ বলেন, “নিরাপদ সড়ক চাই আন্দোলন শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক প্ল্যাটফর্ম। ইলিয়াস কাঞ্চন যে আদর্শ নিয়ে এই আন্দোলন গড়ে তুলেছেন, তা আজও মানুষকে অনুপ্রাণিত করছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নিসচার সবচেয়ে বড় শক্তি। নিরাপদ সড়ক বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে মোঃ রকিবুল ইসলাম সোহাগ বলেন, “ইলিয়াস কাঞ্চনের জন্মদিন মানেই কেক কাটা নয়—এটি সমাজের অসহায় ও দুর্ঘটনাপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর দিন। তাঁর আদর্শ অনুসরণ করেই নিসচা বগুড়া জেলা শাখা এই সপ্তাহব্যাপী মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে।”
অন্যান্য বক্তারা বলেন, নিসচার এই কার্যক্রম মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীদের পাশে দাঁড়ানোই ইলিয়াস কাঞ্চনের জীবনদর্শনের প্রতিফলন। এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা বগুড়া জেলা শাখার অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য আপেল মাহমুদ, আক্কাস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় বগুড়ায় পর্যায়ক্রমে আরও হুইলচেয়ার বিতরণ, শীতবস্ত্র প্রদান, এতিমদের মাঝে খাবার বিতরণ এবং অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালিত হবে।
