তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ, বিশিষ্ট চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় বড়লেখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮ টায় বড়লেখা দারুল কোরআন মডেল মাদ্রাসা হলরুমে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনাব ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের এক অনন্য প্রতীক। তাঁর দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা ও ত্যাগের ফলেই সড়ক নিরাপত্তা আজ একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। বক্তারা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন বড়লেখা দারুল কোরআন মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা হাজী মখলিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্ঠপোষক ও ষাটমাকণ্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক আবুল কাশেম, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, সদস্য জমির উদ্দিন, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, নয়ন চক্রবর্তী, শাকিল আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে সংগঠনের কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।