তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় ও মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান করলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য জুনেদ আহমদ। মানবতার ডাকে সাড়া দিয়ে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বড়লেখা থেকে সুদুর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন বিপদগ্রস্ত কিডনি রোগীকে তিনি স্বেচ্ছায় ও পজেটিভ রক্ত দান করেন।
এসময় ভুক্তভোগী রোগীর পরিবারের নিকট নিসচা’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়ার আবেদন জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে রক্ত পাওয়ায় রোগীর পরিবার নিসচা বড়লেখা উপজেলা শাখাকে কৃতজ্ঞতা জানান এবং ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য তারা দোয়া করেন। এদিকে নিসচা’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় বড়লেখা উপজেলা শাখা ইতিমধ্যে মিলাদ ও দোয়া মাহফিলসহ জনহিতকর কর্মসূচি চলমান রয়েছে।
