কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জো গ্রামের অটোরিকশা চালক হারুনুর রশিদের কিছুদিন আগে সড়ক দূঘটনায় দুই পা ভেংগে যায় ২৪ অক্টোবর শুক্রবার বিকালে শহিদ জিয়া রহমান মেডিকেল কলেজে নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সদস্যরা তাকে দেখতে যান ও তার চলাচলের সুবিধার্থে জন্য একটি হুইল চেয়ার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কুতুব শাহাবউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, অন্যান্য উপস্থিত ছিলেন নিসচার জুয়েল মন্ডল, রাসেল মাহফুজ, আনোয়ার হোসেন, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, উপাধ্যক্ষ শাহেদ আলী,আশরাফ হোসেন প্রমুখ।
